ঘরে, বারান্দায় বা ছাদে একটুখানি বাগান। একদিকে মনে আনে প্রশান্তি, অন্যদিকে উৎপাদন করে বিশুদ্ধ অক্সিজেন। গাছের পরিচর্যা নিয়ে লিখলেন শফিকুর রহমান l সবার আগে টবে গাছের জন্য উপযুক্ত টব বেছে নিন। উপযুক্ত জায়গায় টব রাখুন। l রাতে ১০০ গ্রাম শুকনো মরিচের গুঁড়ো ১০ লিটার পানিতে ভিজিয়ে সকালে ছেঁকে নিন। এবার অল্প পরিমাণ গুঁড়ো সাবান মিশিয়ে একটু ফেনা করে স্প্রে করতে পারেন রোদ থাকাকালীন। গাছের বৃদ্ধি ভালো হবে। l চায়ের পাতা, ডিমের খোসা, আলুর খোসা কিংবা চাল ধোয়া পানি গাছের জন্য উপকারী। চা পাতা, ডিমের খোসা, গোবর, শুকনো পাতা এক জায়গায় কিছুদিন রেখে দিন। ভালো জৈব সার তৈরি হবে। জৈব সার বানানোর কৌশল জেনে নিন। উপকরণ ডিমের খোসা, কলার খোসা ও কফি। প্রথমে ডিম, কলার খোসা ও কফি একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি মাটির সঙ্গে মিশিয়ে রাখুন। কিছুদিন পর গাছের গোড়ার মাটির সঙ্গে মিশিয়ে দিন। কিছুদিন পরপর মাটি ছুরি দিয়ে ওলট-পালট করে দিন। l টব ধুয়ে নিন। গাছের চারা, দেখে কিনতে হবে রোগমুক্ত কি না। তারপরও পাতা হালকা সাধারণ পানি দিয়ে ধুয়ে নিন। শুকনো দূর্বাঘাস টবের মাটির মাঝামাঝি দিয়ে তার ওপর মাটি দিয়ে চারাগাছ ল...